Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollকালো পোশাকে স্বস্তিকার হটনেসে কুপোকাত নেটাগরিকরা

কালো পোশাকে স্বস্তিকার হটনেসে কুপোকাত নেটাগরিকরা

কলকাতা: স্বস্তিকা মুখ্যোপাধ্যায়(Swastika Mukherjee) রূপে মুগ্ধ হয়নি এমন ভক্তের সংখ্যা বাংলায় খুবই কমই আছে। সম্প্রতি কালো পোশাকে বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী। কিলার লুক ঘুম উড়িয়েছে নেটাগরিকদের। স্বস্তিকা অভিনয় দক্ষতার জন্য যেমন বারবার প্রশংসা পেয়েছেন তেমনই তাঁর সৌন্দর্য, ব্যক্তিত্ব ও ড্রেসিং সেন্স দিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন সকলের। তাঁর ছবি দেখে বোঝা দায় যে অভিনেত্রী ৪০-এর কোটা পার করেছেন। একের পর এক তাক লাগানো সিনেমা সিরিজ। শীতের স্বস্তিকা নতুন ছবি পোস্ট করে উষ্ণতা বাড়ালেন।

আরও পড়ুন: জাপান অ্যাকাডেমি ফিল্ম প্রাইজের প্রথম পাঁচে ভারতের ছবি

সৌন্দর্য, বোল্ডনেস দিয়ে আবারও যেন নিজেকে অনুরাগীদের কাছে প্রমাণ করে দিলেন স্বস্তিকা। কালো ট্রান্সপারেন্ট সার্টের সঙ্গে কালো স্কাট। বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার। লো-নেক পোশাকে যেন স্পষ্ট বেরিয়ে আসছে বক্ষ বিভাজিকা। সেক্সি ক্লিভেজের নেশায় বুঁদ হয়েছেন শহরবাসী। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বস্তিকার এই লাস্যময়ী রূপ।

অন্য খবর দেখুন

Read More

Latest News